আজ রোববার সকাল ৯টায় বান্দরবান সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের ভোটকেন্দ্র পরিদর্শন শেষে ভোটারদের উদ্দেশে এই আহ্বান জানান তিনি। একই সময়ে ওই কেন্দ্রে ভোট দিতে আসেন আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী বীরবাহাদুর উশৈসিং। সেসময় কুশল বিনিময় করেন দুই প্রার্থী। পরে জাপা প্রার্থী শহিদুল সাংবাদিকদের বলেন, ‘নৌকা মার্কায় ভোট দিবেন আর আমার জন্য দোয়া করবেন।’
উল্লেখ্য, সাতটি উপজেলায় দুটি পৌরসভা ও ৩৪টি ইউনিয়ন মিলে দেশের সর্বশেষ সংসদীয় আসন পার্বত্য বান্দরবান। এ আসনে এবার ভোটার সংখ্যা দুই লাখ ৮৮ হাজার ৩০ জন। তার মধ্যে নারী ভোটার এক লাখ ৩৯ হাজার ৪৪৬ জন এবং পুরুষ ভোটার এক লাখ ৪৮ হাজার ৫৮৪ জন।
মোট ভোটকেন্দ্র ১৮২টি, তার মধ্যে সাধারণ কেন্দ্র ৪৫ এবং গুরুত্বপূর্ণ কেন্দ্র ১৩৭টি, বুথ কক্ষ ৭২৭টি। পার্বত্য বান্দরবান ৩০০ নং আসনে নৌকা প্রতীকে বীর বাহাদুর উশৈসিং এবং লাঙ্গল প্রতীকে এটিএম শহিদুল ইসলাম প্রতিদ্বন্দ্বিতা করছেন।
Source: Daily Star