প্রধানমন্ত্রী: বর্ষাকালে মুরগি এমনিতেই কম ডিম পাড়ে

বর্ষাকালে মুরগি এমনিতে একটু কম ডিম পাড়ে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রসঙ্গ টেনে তিনি বলেন, “বর্ষাকালে মুরগি এমটিতেই একটু কম ডিম পাড়ে। ডিমের দাম বাড়ল কেন, সেটা নিয়ে চিৎকার। এরপর যখন বললাম আমদানি করব, তার আগে দাম গেল কমে।” মঙ্গলবার (৩১ অক্টোবর) বেলজিয়াম সফর-পরবর্তী সংবাদ সম্মেলনে এসব কথা বলেন প্রধানমন্ত্রী।

কৃত্রিম সংকট সৃষ্টির অভিযোগ তোলে শেখ হাসিনা বলেন, “এখন আবার আলুর দাম বৃদ্ধিতে বাণিজ্যমন্ত্রী বলছেন, আলুও আমদানি করা হবে। আলু পচাবে তবুও দাম কমাবে না। এটা তো ঠিক না। সেজন্য আমি বলেছি, দোকানে দোকানে না, যারা এগুলো মজুত করে তাদেরকে ধরতে হবে। ইতোমধ্যে সেই নির্দেশনাও দেওয়া হয়েছে।” গণমাধ্যমের সহায়তা চেয়ে সরকারপ্রধান বলেন, “এজন্য গণমাধ্যমের সহায়তাও দরকার। মানুষের কষ্টটা যাতে না হয়, সেজন্য সরকার সচেতন রয়েছে।”

Source: Dhaka Tribune

en_GBEnglish