‘মহিলারা দিনে ৩ বার করে লিপিস্টিক লাগাচ্ছে, ৪ বার করে স্যান্ডেল পাল্টাচ্ছে’- বাণিজ্যমন্ত্রী

  • November 9, 2023

নিত্যপণ্যের দরের ঊর্ধ্বগতির কারণে দেশের বিভিন্ন অঞ্চলের মানুষ কষ্টে থাকলেও কৃষিভিত্তিক অর্থনীতির অঞ্চল রংপুরে তার নির্বাচনী এলাকার মানুষ বেশ ভালো আছে বলে দাবি করেছেন বাণিজ্য মন্ত্রী টিপু মুনশি।

সেই ভালো থাকার ‘প্রমাণ’ ফ্যাশনে পড়েছে বলেও মনে করেন তিনি। দাবি করেছেন, তার এলাকার নারীরা এখন ‘লিপস্টিকে মন দিয়েছে।’

এ কারণে আগামী নির্বাচনের বৈতরণী পার হতে তেমন সমস্যা হবে না বলেও আশা করছেন বাণিজ্যমন্ত্রী। বুধবার সাংবাদিকদের এক প্রশ্নে তিনি বলেন, “আমার এলাকার মানুষের কোনো কষ্ট নেই। তারা আলুর দাম পাচ্ছে।” “দেশের একেকটা এলাকায় একেক পরিস্থিতি। আমার এলাকা কৃষিপ্রধান হওয়ায় তারা ভালো আছেন। কিন্তু ঢাকা শহরে যে নির্বাচন করবে তার অনেক সমস্যা হবে।”

“আমার এলাকায় কৃষিভিত্তিক অর্থনীতি, আলুভিত্তিক অর্থনীতি। তাদের কোনো কষ্ট নেই। মহিলারা দিনে তিনবার করে লিপিস্টিক লাগাচ্ছে, চারবার করে স্যান্ডেল পাল্টাচ্ছে। সুতরাং আমার ভোটের কোনো সমস্যা হবে না। এটা আমি খুব ভালো করেই জানি।”

Source: https://bangla.bdnews24.com/business/lkg2ktlk7a

en_GBEnglish